জন্মস্থানে ৬৯ বছর পর ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রুমা চৌধুরীছবি: সংগৃহীত
আর একবার বাংলাদেশে আসতে চান ৭৪ বছরের রুমা চৌধুরী। কয়েকটি ইচ্ছা পূরণ করা বাকি রয়েছে তাঁর। ঢাকার রমনা পার্কে এক বিকেলে হাঁটবেন, শতবর্ষী কোনো গাছ পেলে সেটির তলায় দাঁড়িয়ে থাকবেন। পুরান ঢাকার জগন্নাথ কলেজের ভেতরে ঢুকে কিছুক্ষণ একা বসবেন। রুমার আরেকটি ছোট ইচ্ছা, পুরান ঢাকার সূত্রাপুরের ৩৩ নম্বর মোহিনী মোহন দাস লেনের বাড়িতে যাবেন। সেখানকার হলঘরে একবার দাঁড়াবেন তিনি।
একসময় এই হলঘরে রুমা চৌধুরীর পূর্বপুরুষদের তেল–রঙে আঁকা বেশকিছু ছবি ছিল। ছবিগুলো এখনো আছে, নাকি ঘরটাই আর নেই—তা নিশ্চিত জানেন না তিনি। তবু ইচ্ছা করে বলেই প্রথম আলোকে রুমা চৌধুরী বললেন, ‘নিজের জন্মস্থানের সবকিছুই তো মানুষের কাছে স্মৃতিময়। অনেকবার শুনেছি ওই হলঘরের কথা, কিন্তু খুঁজে পাইনি। কেউ তখন নির্দিষ্ট করে বলতে পারল না।’
0 Comments