বছর শেষে সিনেমা মুক্তি নিয়ে সরব থাকেন প্রযোজক ও পরিচালকেরা। কিন্তু এবার বছরের শেষ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সে পথে হাঁটেননি সিনেমাসংশ্লিষ্ট কেউই। যে কারণে গত দুই মাসে এক ডজনের বেশি ছবি মুক্তি পায়নি। এসব সিনেমার সঙ্গে আছে নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোও। এ কারণে ঈদের আগে সিনেমা মুক্তিতে জট দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। আবার মার্চের দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে, ফলে এসব সিনেমা মুক্তি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।
ঈদুল ফিতরের আগে ‘কাজলরেখা’, ‘বলী’, ‘শেষ বাজি’, ‘পেয়ারার সুবাস’, ‘শ্যামা কাব্য’, ‘নন্দিনী’, ‘দরদ’, ‘রুখে দাঁড়াও’, ‘গাঙচিল’সহ ডজনের বেশি সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে নন্দিনী, দরদ, গাঙচিলসহ বেশ কিছু সিনেমা আপাতত ঈদের আগে মুক্তি পাচ্ছে না।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ঈদের আগে মুক্তির অপেক্ষায় আছে। সেন্সর ছাড়পত্র পেলে যেকোনো সময় মুক্তি পাবে বলে জানান এই পরিচালক। তিনি বলেন, ‘অনুদানের সিনেমায় একটা নিয়ম আছে। বোর্ড সভার সভাপতি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সিনেমাটি দেখেন।
0 Comments